২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৬:৩৯ পূর্বাহ্ন
হিরো আলমকে প্রাণনাশের হুমকিদাতা সিলেটে গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২৩
হিরো আলমকে প্রাণনাশের হুমকিদাতা সিলেটে গ্রেপ্তার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা আবু আহমেদকে আটক করেছে পুলিশ।


গতকাল মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।


হাতিরঝিল থানার ওসি শাহ আওলাদ হোসেন বলেন, হত্যার হুমকির অভিযোগ জানিয়ে সোমবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। বিষয়টি তদন্তের পর হুমকিতে জড়িত সন্দেহ একজনকে আটক করা হয়েছে।


ওই জিডিতে হিরো আলম উল্লেখ করেন, সোমবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিনবার অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। তাঁকে আগামী সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেবে বলে হুমকি দেয়।


এ বিষয়ে পুলিশের তেজগাঁও শিল্প অঞ্চল জোনের সহকারী কমিশনার এসএম আরিফ রায়হান বলেন, আবু আহমেদকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্তের পর আটক করা হয়েছে। ওই যুবক কেন ফোন করে হুমকি দিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।


তাকে তার এলাকা থেকেই আটক করা হয়েছে।

শেয়ার করুন