২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:০৬:৫৫ অপরাহ্ন
রাজশাহীসহ সারা দেশেই হবে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা কমবে
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৩
রাজশাহীসহ সারা দেশেই হবে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা কমবে

আজ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা ও মাঝারি আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

 

উপপরিচালকের পক্ষে আবহাওবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।  সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 


পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রাও কমতে পারে। 


গত ২৪ ঘণ্টায় সবচেয় বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ১৮৬ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৫। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ২৪ দশমিক ৫।


শেয়ার করুন