২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:১৪:০৭ অপরাহ্ন
সাকিবই প্রথম পছন্দ, তবে...
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৩
সাকিবই প্রথম পছন্দ, তবে...

বিকেল ৪টার কিছু আগে বিসিবিতে হঠাৎ তোড়জোড়। একজন জানিয়ে গেলেন, বিসিবির একটি দল একাডেমি মাঠ, ইনডোর ও আউটার পর্যবেক্ষণ করবেন। সাম্প্রতিক সময়ে উন্নত ক্রিকেটীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি।


নতুন সুযোগ-সুবিধা যোগ হলো, আগের মতোই ইনডোরের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা হয়নি। বিষয়টি বছর চারেক আগে স্বয়ং সাকিব আল হাসান সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন। কেন এসির ব্যবস্থা হয়নি, তার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা  নিজাম উদ্দিন চৌধুরী গতকাল বলছিলেন, মাঠে খেলার সময় তো এই ব্যবস্থা থাকবে না। দুটোর মধ্যে সামঞ্জস্য রাখতেই এই পথে হাঁটেনি বিসিবি। শুধু ইনডোর নয়, কাজ হয়েছে আউটারেরও। এখানে ফ্লাডলাইটের ব্যবস্থা করা হয়েছে।


দীর্ঘমেয়াদি ভাবনা থেকে সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপার তো আছেই। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্প থেকেই এর ফল পেতে চায় বিসিবি। বিশেষ করে স্কিল ক্যাম্প যখন শুরু হবে। আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা এই ক্যাম্প। 


এশিয়া কাপ সামনে রেখে ৫-৬ আগস্টের মধ্যে দল ঘোষণা করার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতকালও দল ঘোষণা করা হয়নি। জানা গেছে, আজও সেই সম্ভাবনা ক্ষীণ। বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন আজকের পত্রিকাকে জানিয়েছেন, অধিনায়কের অপেক্ষাতেই দল ঘোষণায় কিছুটা দেরি হচ্ছে। তিনি বলেছেন, ‘আমরা যখন ওই কথা বলেছিলাম, তখন পরিস্থিতি একরকম ছিল। এখন আমাদের অধিনায়ক নেই। নতুন অধিনায়কের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ঠিক হয়ে গেলে দলও জানিয়ে দেওয়া হবে। স্কিল ক্যাম্প যেহেতু ৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা, আশা করছি এর আগেই আমরা দলটা দিয়ে দিতে পারব।’


অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামই বেশি শোনা যাচ্ছে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও মনে করেন, সাকিব ‘অবভিয়াস চয়েস’। প্রথম পছন্দকে নিশ্চিত করতে তাঁর সঙ্গে আলোচনার দরকার আছে মনে করেন পাপন। গতকাল শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বিসিবির সভাপতি বলেছেন, ‘সাকিবের নাম আসা অবভিয়াসই। কিন্তু আপনি কি বলতে পারেন, দুই বছর খেলবে সাকিব? জানি না তো! ওর পরিকল্পনা, ওর সঙ্গেও কথা বলতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে।


বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া। এটায় কোনো সমস্যা নেই।’


অধিনায়ক হিসেবে এ মুহূর্তে সাকিবকেই পছন্দ বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনেরও। অভিজ্ঞতার দিক থেকে তাঁকে এগিয়ে রেখে সুজন বলছেন, ‘আমি এখন কীভাবে বলব, লিটন দাস নয় (হাসি)। লিটন ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়েছে। কিন্তু সাকিব অবশ্যই এখানে এগিয়ে থাকবে। সাকিবের মাথা, সাকিবের অধিনায়কত্বের অভিজ্ঞতা—সব অনেক বেশি। যে দলে সাকিব আছে...আমি হলে সাকিবের কথাই চিন্তা করতাম। লিটন, শান্ত, মিরাজরা তৈরি হবে।’


ভোট সাকিবের পক্ষে বেশি হলেও ধাঁধা কিছুটা জটিল হয়েছে লিটন-মিরাজের মতো নাম সামনে চলে আসায়। আর নানা বিষয়ে সাকিব-বিসিবির ঐকমত্যে পৌঁছানো ব্যাপার আছে। তবে লিটনকে এই মুহূর্তে কিছুটা পিছিয়ে রাখার পেছনে চাপ নেওয়ার ব্যাপার সামনে এনেছেন পাপন। তাঁর যুক্তি, ‘যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। একমাত্র ব্যাপার হচ্ছে, দ্বিপক্ষীয় সিরিজ খেলা এক বিষয় আর বিশ্বকাপ অন্য বিষয়। এটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই।’


গত মাসে তামিম ইকবালের আকস্মিক অবসরের পর ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লিটন যেভাবে সংবাদমাধ্যমে কথা বলেছেন, সেটি নিয়েও নেতিবাচক আলোচনা আছে। লিটনের তবু আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা আছে, মিরাজের অবশ্য সেটাও নেই। সব মিলিয়ে নতুন অধিনায়ক যিনিই হন, বিসিবিকে নামটি ঘোষণা করতে হবে বেশ দ্রুতই।


শেয়ার করুন