১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০৪:৩৯:৫৭ অপরাহ্ন
রাশিয়ার তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি, দাবি ট্রাম্পের
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৫
রাশিয়ার তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে মোদির এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ট্রাম্প। খবর ডয়চে ভেলের। 


ট্রাম্প বুধবার (১৫ আগস্ট) জানান, মোদি তাকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এটা খুব বড় পদক্ষেপ। এর ফলে অর্থনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা সম্ভব হবে।


মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি অখুশি ছিলাম। এখন তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। এটা খুব বড় পদক্ষেপ। আমরা চাইব, চীনও একই পথে চলুক।'


তবে প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, তা নিয়ে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি।  


ট্রাম্প বলেছেন, ভারত অবিলম্বে সব শিপমেন্ট বন্ধ করতে পারবে না। কারণ, এর মধ্যে একটা পদ্ধতিগত বিষয় আছে। তবে শিগগিরই এই পদ্ধতি বন্ধ হবে।


শেয়ার করুন