২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৪:০২ অপরাহ্ন
ভারতকে ৪ ট্রানজিট রুট ব্যবহারের অনুমোদন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৩
ভারতকে ৪ ট্রানজিট রুট ব্যবহারের অনুমোদন

ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যের ভারতীয় ব্যবসায়ীদের জন্য চারটি ট্রান্সশিপমেন্ট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।


শনিবার (৫ আগস্ট) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, অনুমোদন দেয়া ৪টি রুট হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর ও মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।


ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেন, পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে ভারতীয় ব্যবসায়ীদের অনুমতি দেয়া হয়েছে।


তিনি আরো বলেন, এরইমধ্যে এ নিয়ে এক চুক্তি সই করেছে বাংলাদেশ ও ভারত। ত্রিপুরা এবং অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পণ্য পরিবহনের জন্য ৪টি রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।


বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য ৯টি ‘সীমান্ত হাট’ স্থাপনের পরিকল্পনা করছে ত্রিপুরা জানিয়ে রাজ্যটির বাণিজ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে এ বিষয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। এটি বিবেচনাধীন রয়েছে।


শেয়ার করুন