২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০২:০০:২৬ পূর্বাহ্ন
ইসির নিবন্ধন পেল বিএসপি ও বিএনএম
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২৩
ইসির নিবন্ধন পেল বিএসপি ও বিএনএম

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র জানায়, ইতিমধ্যে এই দল দুটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন গেজেট প্রকাশ করার প্রক্রিয়া চলছে।


এই দল দুটি নিয়ে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে এখন ৪৪টিতে দাঁড়াল।


এর আগে গত ১৬ জুলাই ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।


জাহাংগীর আলম বলেন, ‘দলগুলোর দেওয়া তথ্য ধাপে ধাপে যাচাইবাছাই করা হয়েছে। মাঠ পর্যায়ে অফিস থাকার কথা, কমিটি থাকার কথা, জনবল থাকার কথা এগুলো সব একবার যাচাই করেছি। পুনরায় যাচাই করে এই দুটি দলের আইন অনুযায়ী সবকিছু থাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপরই চূড়ান্ত হবে যে, কারা কারা নিবন্ধন পাবে।’


বাকি দলগুলো যে তথ্য দিয়েছে, মাঠ পর্যায়ে যাচাই করে গরমিল পাওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে বলেও জানান সচিব।


শেয়ার করুন