০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:০১:১২ অপরাহ্ন
অধিনায়ক ধাঁধায় লিটনের ঢিল
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৩
অধিনায়ক ধাঁধায় লিটনের ঢিল

সম্ভাব্য অধিনায়কের একজনের কথা অন্তত জানা গেল। সাকিব আল হাসান লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে ব্যস্ত। তিনি দেশে থাকলেও যে এ বিষয়ে কিছু বলতেন, সেটি নিশ্চিত করে বলার সুযোগ নেই। মেহেদী হাসান মিরাজ এখন দেশে থাকলেও তিনি আপাতত ‘স্পিকটি নট’ থাকার চেষ্টা করছেন।


যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত, ক্রিকেটাররা সাধারণত চুপই থাকেন এসব পরিস্থিতিতে। তবে গতকাল অধিনায়ক ইস্যুতে লিটনের ভাবনা কিছুটা জানার সুযোগ হলো সংবাদকর্মীদের। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে দুই দিন আগে দেশে ফিরেছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। ফিরলেও এখনো স্কিল ক্যাম্পে যোগ দেননি। গতকাল এক আর্থিক সেবা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে লিটনকে যখন প্রশ্ন করা হলো যদি দায়িত্ব দেওয়া হয়, এটি নিতে কতটা তৈরি আপনি? বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটারের উত্তর, ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের (সিদ্ধান্ত)। আপনারা হয়তো দু-এক দিনের মধ্যে খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আর আমার বলাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’


ব্যাটিং ও অধিনায়কত্ব যা-ই হোক, লিটন দুই জায়গায় নিংড়ে দিতে চান নিজেকে। বাংলাদেশ ওপেনার বললেন, ‘অবশ্যই, যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব। যেটা সব সময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।’


ওয়ানডেতে ৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দল গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও তামিম ইকবালের অবর্তমানে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই দুই ম্যাচের একটিতে বাংলাদেশ জিতেছে, একটিতে হার।


অনুষ্ঠানে লিটন একটি স্বপ্নের একাদশও করেছেন। সেই একাদশে তিনি স্বদেশি তারকা সাকিব আল হাসানকে রাখলেও ওপেনিং জুটিতে তামিম ইকবালের জায়গা হয়নি। সনাৎ জয়সুরিয়া আর বীরেন্দর শেবাগ হচ্ছেন তাঁর উদ্বোধনী ব্যাটার। নিজে যেহেতু আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করেন, বেছেও নিয়েছেন দুই আক্রমণাত্মক কিংবদন্তি ওপেনারকে।


ছুটি শেষে গত পরশু ঢাকায় ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল যোগ দিয়েছেন দলের অনুশীলনেও। এরই মধ্যে তাঁর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক কিংবা আলাপ-আলোচনা হওয়ার কথা। সেটি হলে পাপন নিশ্চয়ই কোচের মতামত শুনেছেন। বিসিবি চাইছে, কালকের মধ্যে অধিনায়ক-ধাঁধার উত্তর দিয়ে দিতে। আজ সাপ্তাহিক ছুটির দিন এড়িয়ে একেবারে আগামীকালই অধিনায়ক ও দল ঘোষণা করতে চায় বিসিবি। জালাল ইউনুস গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘১২ তারিখের (আগস্ট) সকালের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। ১২ আগস্টের মধ্যে আমাদের দলও দিতে হবে। এর মধ্যেই সব হয়ে যাবে। আমরা লক্ষ্য ঠিক করেছি ১২ তারিখের মধ্যে।’


নির্বাচকদের কাজ এরই মধ্যে শেষ। এখন শুধু দল ঘোষণার অপেক্ষা। কয়েকটি দল ইতিমধ্যে এশিয়া কাপের দল ঘোষণা করেছে। যাঁরা করেনি, আজ-কালের মধ্যেই তাঁদেরও করতে হবে। নির্বাচক প্যানেলের তথ্য অনুযায়ী, বাংলাদেশের দল ঘোষণার কথা ছিল কদিন আগেই। কিন্তু তামিম ইকবাল ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর কিছুটা এলোমেলো হয়ে যায়। ওয়ানডে দলের যিনি অধিনায়ক হতে যাচ্ছেন, তাঁকে কিন্তু এই এলোমেলো ছবিটাও দ্রুত ঠিক করার দায়িত্ব নিতে হবে। 


শেয়ার করুন