২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:২৩:১৩ অপরাহ্ন
প্রয়াত ৩ প্রকৌশলীর মাগফিরাত কামনায় আইডিইবির শোক সভা
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২৩
প্রয়াত ৩ প্রকৌশলীর মাগফিরাত কামনায় আইডিইবির শোক সভা

 ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা শাখার আয়োজনে প্রকৌশলী আব্দুল গফুর, প্রকৌশলী তাজুল ইসলাম ও প্রকৌশলী গোলাম মোস্তফার মৃত্যুতে, প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৫ আগষ্ট) সকাল ১০টার দিকে হড়গ্রাম পূর্বপাড়া টুলটুলি পাড়া মোড় সংলগ্ন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কার্যালয়ের সম্মেলন কক্ষে শোক সভাটি অনুষ্ঠিত হয়।


প্রয়াতরা হলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ২বারের নির্বাচিত সভাপতি প্রকৌশলী আব্দুল গফুর, আইডিইবির ৫বারের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সাবেক সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম, বাঘায় কর্মরত জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা।


শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইবি কেনিকের সভাপতি প্রকৌশলী একেএমএ হামিদ।

সভায় সঞ্চালনা করেন আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মশিউর রহমান।


আইডিইবি রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা প্রকৌশলী সালাউদ্দিন আল ওয়াদুদ, আইডিইবি রাজশাহী জেলা শাখার সহসভাপতি সৈয়দ আহমেদ সানি, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, দপ্তর সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব প্রমুখ।


সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন প্রকৌশলী আহসান হাবিব। সভা শেষে প্রয়াত প্রকৌশলী তাজুল ইসলামের পানি বিষয়ক গবেষণা মূলক রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

শেয়ার করুন