২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪০:০০ অপরাহ্ন
রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৩
রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

 রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌনে ৮টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নিহতের নাম নুরুজ্জামান (৭০)। তার বাড়ি নগরীর শাহ মুখদুম থানার পিছনে বকশিয়া খানকা শরিফ এলাকায়। তিনি মধুবন কমিউনিটি সেন্টারের বাবুরচি ছিলেন।


হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ সহকারি অধ্যাপক ডা. তানজিলুল বারি বলেন, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন নুরুজ্জামান। শুক্রবার রাত পৌনে ২টার দিকে তাকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু পজেটিভ আসে। স্থানীয়ভাবে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। তার স্বাশকষ্ট ও হাপানি ছিল।


ডা. তানজিলুল বারি জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৭৪ জন। এর মধ্যে স্থানীয় ভাবে আক্রান্ত ৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন। সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ২০ জন এবং মারা গেছেন একজন। এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়ালো পাঁচজনে।

শেয়ার করুন