২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৪০:১১ অপরাহ্ন
নিত্যপণ্যের দাম আরও কমাতে কাজ করছে সরকার : পরিকল্পনামন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
নিত্যপণ্যের দাম আরও কমাতে কাজ করছে সরকার : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সার্বিকভাবে গত ছয় মাস থেকে বর্তমানে দেশের বাজারগুলো থেকে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। তবে আরো কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।


বুধবার সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম পাগলার মহাসিং নদীতে মাছের পোণা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


পরিকল্পনামন্ত্রী বলেন, গত দুই থেকে তিন মাসে চাউলের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না।


তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে আন্দোলনের নামে দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, সরকারি অফিস আদালতে হামলা, সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে দেশের মানুষের ক্ষতি হবে। দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলা ইউএনও আনোয়ার উজ্ জামান, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংসু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ।

শেয়ার করুন