১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:২১:৫৬ অপরাহ্ন
৫৭ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে জামায়াত
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২৫
৫৭ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫৭ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জামায়াতে ইসলামী জানিয়েছে, সম্প্রতি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১৫ ডিসেম্বর (সোমবার) ৬টি এবং ১৭ ডিসেম্বর (বুধবার) ৫১টিসহ মোট ৫৭টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। পরবর্তী দিনগুলোতেও এ ধারাবাহিকতায় মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।



শেয়ার করুন