০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৯:০৯ অপরাহ্ন
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ফলাফল
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২৪
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ফলাফল

২০২৪ সালে অনুষ্ঠিত  এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে|  এ বছর এই  প্রতিষ্ঠান থেকে মোট ১০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে| ফলাফলে দেখা যায় শতভাগ জিপিএ ৫ পেয়ে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে|


ফলাফলের খবরে প্রতিষ্ঠানে আনন্দ ও উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়| শিক্ষার্থীদের এই চমৎকার ফলাফলে উদযাপনে উপস্থিত থেকে আনন্দের মাত্রা বৃদ্ধি করেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের পাপা বীর ও রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল | তিনি তাঁর উৎসাহ, উদ্দীপনামূলক সংক্ষিপ্ত বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| তিনি শিক্ষার্থীদের আলোকিত ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করেন। 


রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: রেজাউল করিম, এইসি মনে করেন, এ প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে অত্র প্রতিষ্ঠানের অভিজ্ঞ, দূরদৃষ্টিসম্পন্ন পরিচালনা পর্ষদ,  প্রধান পৃষ্টপোষক মহোদয় , শিক্ষকমণ্ডলী,  অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা| সম্প্রতি গৃহীত  বিশেষ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম, পাঠদানের সুশৃঙ্খল  নীতিমালা, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি তুলনামূলক কম পারদর্শী  শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণি পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং ইত্যাদি এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে| শিক্ষার্থীরাও শিক্ষকমণ্ডলীর  নির্দেশনা অনুযায়ী পঠন–পাঠনে স্বতঃফূর্তভাবে অংশ নিয়েছে| এটিও এই সাফল্যের অন্যতম নেপথ্য ভূমিকা পালন করেছে|  


উল্লেখ্য যে, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ একাডেমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে বরাবরই জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে সাফল্যের নৈপূণ্য প্রদর্শন করেছে । এছাড়াও ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করে| 


শেয়ার করুন