দফায় দফায় পুলিশি বাধা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফুলবাড়ী উপজেলা বিএনপি।
আজ ১লা সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন এর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলী মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. নবিউল ইসলাম।