০২ এপ্রিল ২০২৫, বুধবার, ১১:১০:১০ পূর্বাহ্ন
হাসপাতাল ছাড়ছেন পোপ
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৫
হাসপাতাল ছাড়ছেন পোপ

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বর্তমানে রোমের জেমিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) তাকে ছাড়া হবে বলে জানানো হয়েছে।


এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 


শনিবার (২২ মার্চ) জেমেলিতে এক সংবাদ সম্মেলনে পোপের তত্ত্বাবধানকারী দলের প্রধান ডা. সার্জিও আলফিয়েরি এ কথা জানান।


তিনি বলেন, ‘আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামীকাল পোপ ফ্রান্সিস বাড়িতে থাকবেন। ’ 


তিনি আরও বলেন, তাকে আগামীকাল থেকে স্থিতিশীল অবস্থায় হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং আংশিকভাবে ওষুধ থেরাপি এবং কমপক্ষে দুই মাসের সুস্থতা এবং বিশ্রামের সময়কাল অব্যাহত রাখার জন্য একটি প্রেসক্রিপশন থাকবে।


টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর গত ১৪ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিসকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়।  ৮৮ বছর বয়সি পোপ উভয় ফুসফুসে নিউমোনিয়ায় ভুগছেন। ধারাবাহিক শ্বাসকষ্টের পর এখন তার শ্বাস-প্রশ্বাসের উন্নতি হয়েছে। 


গত সোমবার ভ্যাটিকান ফ্রান্সিসের বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোপের স্বাস্থ্য নিয়ে ভ্যাটিকান নিয়মিত বুলেটিন প্রকাশ করে আসছে। আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই মাসের শুরুতে, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের তার মাতৃভাষা স্প্যানিশ ভাষায় বক্তৃতা দেওয়ার একটি অডিও রেকর্ডিং বাজানো হয়।  ক্যাথলিক ধর্মপ্রাণদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানাতে গিয়ে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গিয়েছিল।


শেয়ার করুন