২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৫:৩০:০৪ পূর্বাহ্ন
‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তর শুরু করেছে শ্রমিক অধিকার অ্যালায়েন্স
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৫
‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তর শুরু করেছে শ্রমিক অধিকার অ্যালায়েন্স

শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে ‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে ‘শ্রমিকের মর্যাদা, অধিকার ও সুরক্ষার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের উদ্দেশ্যে শ্রমিক ইশতেহার’ শীর্ষক ১৫ দফা সুপারিশমালা হস্তান্তর করা হয়েছে।

এর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে শ্রমজীবী মানুষের প্রত্যাশা তুলে ধরার এই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের কাছেও এই ‘শ্রমিক ইশতেহার’ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স।

অ্যালায়েন্স নেতারা জানান, রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ইশতেহারটি হস্তান্তর করেন অ্যালায়েন্সের আহ্বায়ক নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেসবাহউদ্দীন আহমেদ এবং সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

শ্রমিক ইশতেহার হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় দেশের বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতা এবং শ্রমিক নিরাপত্তা ফোরামভুক্ত শ্রমিক অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় অ্যালায়েন্সের নেতারা শ্রমজীবী মানুষের প্রত্যাশা তুলে ধরা এই ১৫ দফা সুপারিশ বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রমিক ইশতেহার প্রণয়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রাপ্ত সুপারিশগুলো পর্যালোচনার পর দলীয় নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত হওয়ার এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন