বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়া দেশবাসীসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। ঐতিহাসিক এই জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।
তারেক রহমান অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।
এছাড়া অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিন অভ্যর্থনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে দায়িত্ব পালনকারী সব গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

