২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৫:৪৯ অপরাহ্ন
বিএনপির চূড়ান্ত তালিকায় শ্রাবণের মনোনয়ন বাতিল
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৫
বিএনপির চূড়ান্ত তালিকায় শ্রাবণের মনোনয়ন বাতিল

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।



বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে মনোনয়নের টিকিট দেওয়া হয়।


এর আগে, প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।


মনোনয়ন পরিবর্তনে আজাদপন্থিদের মধ্যে উৎসাহ দেখা গেলেও শ্রাবণ সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন। অপরদিকে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে কর্মীদের মিষ্টি বিতরণ ও মিছিল করতে নিষেধ করেছেন আবুল হোসেন আজাদ।


শেয়ার করুন