২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৭:২৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২২
ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়ার বিমানবাহিনীর ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে শনিবার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনী মিকোলাইভ অঞ্চলে দুটি এমআইজি-২৯ বিমান এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে। 

রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই খেরসন দখল করে দেশটির সেনাবাহিনী। 

তবে গত কয়েকদিন ধরে খেরসনকে রাশিয়ার হাত থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের বিমান খেরসন অঞ্চলে শত্রুদের পাঁচটি ঘাঁটি, যুদ্ধ সরঞ্জাম এবং সেনা যান রাখার স্থান, এবং ফিল্ড ডিপোতে সিরিজ হামলা চালিয়েছে। 

এদিকে খেরসন অঞ্চলটি ক্রিমিয়ার সঙ্গে একদম লাগোয়া একটি অঞ্চল। 

রুশ সেনারা ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়ার পর কোনো প্রকার রক্ষপাত ছাড়া মাত্র দুই দিনের মাথায় খেরসন দখল করে নেয়। 

এরপর সেখানে নিজেদের শক্ত ঘাঁটি স্থাপন করে তারা।

শেয়ার করুন