০৫ জানুয়ারী ২০২৬, সোমবার, ১২:০৭:০৫ অপরাহ্ন
জামিনে মুক্তির পর রাজবাড়ীতে যুবককে লক্ষ্য করে গুলি
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৬
জামিনে মুক্তির পর রাজবাড়ীতে যুবককে লক্ষ্য করে গুলি

রাজবাড়ী জেলা কারাগারের সামনে জামিনে মুক্ত এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষ্মীপুর এলাকায় জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।



পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী শিমুল ও সাব্বিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল কারাগার থেকে জামিনে মুক্ত গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডলকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার পরপরই সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


একটি সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী পিয়ারুল ও শিমুল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। জামিনে মুক্ত নয়ন মন্ডল পিয়ারুল গ্রুপের সঙ্গে যুক্ত থাকায় প্রতিপক্ষ শিমুল গ্রুপের শিমুল, সাব্বির, কিবরিয়া ও তাদের সহযোগীরা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।


এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কারাগার থেকে জামিনে মুক্তির পরপরই নয়ন নামের ওই যুবককে লক্ষ্য করে তার প্রতিপক্ষরা গুলি চালায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন