১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৭:০৫:৫০ পূর্বাহ্ন
সাকিবকে নিয়ে এই ‘প্রশ্নের উত্তর দিতে পারব না’
  • আপডেট করা হয়েছে : ১০-০২-২০২৫
সাকিবকে নিয়ে এই ‘প্রশ্নের উত্তর দিতে পারব না’

সবকিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য দল দুবাইয়ে উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। 


তার আগে আজ মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় দলের ক্যারিবীয়ান কোচ ফিল সিমন্স। এদিন ফের উঠে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার প্রসঙ্গটি। 


সংবাদ সম্মেলনে একজন প্রশ্ন করেন- বোলিং অ্যাকশনের সমস্যা না থাকলে সাকিবকে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতো? এমন প্রশ্ন শুনে চওড়া হাসি দিয়ে জাতীয় দলের ক্যারিবীয়ান কোচ ফিল সিমন্স বলেন, ‘এই প্রশ্নের উত্তর দিতে পারব না।’


অনেক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়। দলে জায়গা পাননি সাকিব, তারপর থেকেই এটা নিয়ে বিতর্ক হচ্ছে।  আজও সেই প্রসঙ্গ উঠে।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পরিকল্পনা ছিল সাকিবের। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদলের পর নানা টানাপোড়েনের মধ্যে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে রাখা হবে কি না, এটা নিয়ে কৌতূহল ছিল।


দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছিলেন, সাকিবের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারকে কোন জায়গাটার জন্য দলে রাখা গেল না, এটা নিয়ে পাবলিকলি খোলামেলা আলোচনা করা খুব একটা ভালো কথা নয়।


শেয়ার করুন