০৪ জানুয়ারী ২০২৫, শনিবার, ১১:৩০:৪৪ পূর্বাহ্ন
সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ৪৩তম বিসিএসে বাদ পড়া চাকরিপ্রার্থীরা
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ৪৩তম বিসিএসে বাদ পড়া চাকরিপ্রার্থীরা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থা নেন তারা। অবস্থান কর্মসূচি থেকে প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।


৪৩তম বিসিএসের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ পড়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তা জানতে চান তারা।


সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা বলেন, অনেক কষ্ট করে চার বছর পর পিএসসির সুপারিশ পেয়েছিলাম। নতুন চাকরিতে যোগদান করার অপেক্ষায় ছিলাম। কিন্তু দেখি, গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে আমাদের নাম। আমাদের কেন বাদ দেওয়া হয়েছে, কোনও কারণ জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।


চাকরিপ্রার্থীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলা হলেও নতুন চাকরিতে ঢোকার আগেই বৈষম্যের শিকার হলাম আমরা। আমাদের নামে মামলা না নেই, কোনও সমস্যা নেই, তাহলে বাদ দেওয়া হলো কেন?


৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ২৬ ডিসেম্বর সুপারিশ করে পিএসসি। সুপারিশের ১০ মাস পর গত বছরের ১৫ অক্টোবর প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ওই প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। ৩০ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে নতুন করে আবারও বাদ পড়ে। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন।


শেয়ার করুন