ভারতের আগ্রাসনের ও বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা, ভাংচুরের প্রতিবাদে রাজশাহী মহানগর তাঁতীদল কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার ( ০৭ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর কোর্ট স্টেশন মোড় হতে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে ভেরিপাড়া মোড়ে এসে শেষ হয়। এই সময় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মারুফ নেওয়াজ সিয়াম, রজব আলী, বিপুল, রাজপাড়া থানার সভাপতি শুকুর আলী, সেক্রেটারি সাগর, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি সারিকুল, সেক্রেটারি নিসাত রহমান পাপ্পু,
সজল ইসলাম, মুরসালিন, সৈকত, টিটু, ইসমাইল সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সময় বক্তারা বলেন, ভারতের মানুষ বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা, ভাংচুরের মাধ্যমে হীন মন-মানসিকতার পরিচয় দিয়েছেন। ভারতকে জানিয়ে দিতে চাই এই পথসভা থেকে ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত।
তারা আরো বলেন, আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সাথে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সকল ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে।