রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদক বিরোধী অভিযানের দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, খালেদা বেগম (২৫), নাছরিন খাতুন (২৬) ও শুভ ওরফে সজান (২০)। এদের মধ্যে খালেদা খাইরুল ইসলামের মেয়ে এবং নাছরিন আজাহার আলীর মেয়ে। তারা রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর বাসিন্দা। এছাড়া গ্রেফতার শুভ মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়ার সাইরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সমিত কুমার কুন্ডুর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করে। রবিবার তাদের আাদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

