মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা করেছে, তা তিনি তিনি বিশ্বাস করেন না।
রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি না, পুতিনের বাসভবনে হামলা হয়েছে। সেই মুহূর্তে কেউ জানত না যে, প্রতিবেদনটি সত্য কিনা।'
গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে- যেখানে বলা হয়েছে, ইউক্রেন নোভগোরড অঞ্চলে পুতিনের বাড়িতে একটি ড্রোন হামলা চালিয়েছে। তারা আরও জানিয়েছে, ওই বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নেতা ওই সময় অন্য কোথাও ছিলেন।
এই অভিযোগটি এমন এক সংকটময় মুহূর্তে এসেছে- যখন প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনার গতি বেগবান হচ্ছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফ্লোরিডা সফর করছেন।
রাশিয়ান কর্মকর্তারা ইউক্রেনকে তার কূটনৈতিক প্রচেষ্টায় অকৃতজ্ঞ বলে সমালোচনা করেছেন। অন্যদিকে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা বলেছেন, হামলার কোনো ঘটনা ঘটেনি।
ট্রাম্প উল্লেখ করেছেন, মার্কিন কর্মকর্তারা মনে করেন ইউক্রেন এই কাজ করেনি। তিনি বলেছেন, পুতিনের বাসভবনের কাছাকাছি কিছু ঘটলেও সেটি ইউক্রেনের হামলা ছিল না।
জেলেনস্কি ইতোমধ্যে রাশিয়াকে একাধিক মারাত্মক বোমাবর্ষণের মাধ্যমে যুদ্ধকে 'নতুন বছরে' নিয়ে যাওয়ার জন্য দোষারোপ করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে রাশয়ার হামলার কারণে ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে দুই জন নিহত হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক সংঘাতের অবসান ঘটাতে মার্কিন-সমর্থিত পরিকল্পনার ওপর আরও আলোচনার জন্য আগামীকাল মঙ্গলবার ফ্রান্সে ইউরোপীয় নেতারা মিলিত হবেন বলে জানা গেছে। জেলেনস্কি বলেছেন, প্রস্তাবটির ৯০ শতাংশ প্রস্তুত হয়েছে।

