নওগাঁর ধামইরহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোও এগিয়ে এসেছে অসহায় মানুষের পাশে। এরই ধারাবাহিকতায় ধামইরহাটের অন্যতম প্রবীণ সামাজিক সংগঠন ‘ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট’ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।
গত ৫ জানুয়ারি দুপুর ১২টায় ধামইরহাট উন্নয়ন ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন অবসরপ্রাপ্ত ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফেরদৌস আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশীদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামইরহাট উন্নয়ন ট্রাস্টের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, সহ-সম্পাদক হায়দার আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য জবেদুল আলম, প্রভাষক জাহাঙ্গীর আলম, সাবেক পৌর কমিশনার আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। ভবিষ্যতেও ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

