০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:০০:২৯ পূর্বাহ্ন
ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের নিন্দা
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের নিন্দা

উত্তর কোরিয়া দেশটির উত্তরপূর্ব দিকের সমুদ্রে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান। এক বিবৃতিতে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা উচ্চকোণ থেকে ছোড়া যায়।


জাপানের কোস্ট গার্ডও বলেছে, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। সম্প্রতি তারা সমানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে।


একদিন আগেই দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দারা সেই দেশের সংসদ সদস্যদের জানিয়েছিলেন, উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারে, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও তারা এবার পরীক্ষা করতে চলেছে।


জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, মিসাইলটি তাদের ওকুশিরি দ্বীপের থেকে ৩০০ কিলোমিটার দূরে পড়েছে। 


জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি জানিয়েছেন, অন্ততপক্ষে একটি আইসিবিএম পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল পিয়ংইয়ং থেকে উত্তরপূর্ব দিকে ছোড়া হয়েছে। এটি এক হাজার কিলোমিটার দূরত্ব পার করেছে। মিসাইলের সবচেয়ে বেশি উচ্চতা ছিল সাত হাজার ফিট।


নাকাতানি বলেছেন, উত্তর কোরিয়া এখন পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এই মিসাইলটি সবচেয়ে বেশি সময় ধরে গেছে। তাই বর্তমানে চালু ক্ষেপণাস্ত্রগুলি থেকে এটি আলাদা।


যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে।


শেয়ার করুন