২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৬:২০:২৭ অপরাহ্ন
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের এইচআইটির চেয়ারম্যানের
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ পাকিস্তানের এইচআইটির চেয়ারম্যানের

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাক। গতকাল রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে শাকির উল্লাহ খাত্তাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সৌজন্য সাক্ষাৎ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সম্পর্ক, প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


সেনাপ্রধান পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে এইচআইটির অগ্রগতি ও সামরিক যানে আধুনিক প্রযুক্তি সংযোজনের প্রশংসা করেন। এইচআইটির চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সামগ্রী, যানবাহন রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

 


শেয়ার করুন