১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ১১:২৫:০৬ অপরাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ কারবারি গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৬
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহমখদুম ও পবা থানার মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে মোট ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সেলিম রেজা (৪০) এবং মুনসুর রহমান (৪২)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।


শাহমখদুম থানায় মঙ্গলবার বিকেল ৫টায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশিতে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি বাবুর বসত বাড়ি থেকে আরও ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


অপরদিকে পবা থানায় রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে মুনসুরকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশিতে ৮০ পিস ট্যাবেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।


গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন