২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:৪৭:৪৪ অপরাহ্ন
ভিয়েতনামে যাচ্ছে মারিন আশরাফী তায়কোয়ানদো প্রতিযোগিতায়
  • আপডেট করা হয়েছে : ০৫-১২-২০২৪
ভিয়েতনামে যাচ্ছে মারিন আশরাফী তায়কোয়ানদো প্রতিযোগিতায়

ভিয়েতনামের হালং বে শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্ঠপোষকতায় ২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ।  আগামী ৬ হতে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা। রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন থেকে অংশগ্রহণ করছেন রাজশাহীর মারিন আশরাফী, যিনি আন্তর্জাতিক ব্ল্যাকবেল্ট ২য় ড্যান।


মারিন আশরাফী ২০২৪ সালে অংশগ্রহণ করা বিভিন্ন প্রতিযোগিতায় তার অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন, যেখানে তিনি অর্জন করেছেন ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক। তার এই সাফল্য তার কঠোর পরিশ্রম এবং প্রতিভার প্রতিফলন, যা তাকে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এনে দিয়েছে।


এই প্রতিযোগিতার জন্য রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর প্রধান প্রশিক্ষক জনাব মোজাফফর হোসেন বুলু বলেন, প্রথমেই বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপির তায়কোয়ানদো প্রশিক্ষক মোঃ রাশিদুল হাসান স্যারকে ধন্যবাদ জানাই। তার অপরিসীম সহযোগিতা ও উচ্চ প্রশিক্ষণের জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে।ভবিষ্যতে আমার এসোসিয়েশন থেকে অলিম্পিক পর্যায়ের খেলোয়াড় তৈরি করা।


এই সাফল্য রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এবং বাংলাদেশ তায়কোয়ানদো সম্প্রদায়ের জন্য গর্বের বিষয় এবং এটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিশা দেখানোর সম্ভাবনা সৃষ্টি করবে।

শেয়ার করুন