০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৩:৩৯ অপরাহ্ন
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৪
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাহাজঘাটা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এ কে এম জাফরুল আলম বাবু কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা কলেজের অধ্যক্ষ। 



শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, শ্যামনগর থানায় দায়ের করা দোকান ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলার পলাতক আসামি এ কে এম জাফরুল আলম বাবু উপজেলার জাহাজঘাটা এলাকায় অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় জাহাজঘাটা ব্রিজের কাছে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও দোকান ভাঙচুরের মালামাল উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন