১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৫:৫০:০৬ পূর্বাহ্ন
ফিফার টাকা হাতছাড়া হবে না, জানালেন বাফুফে সভাপতি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৬
ফিফার টাকা হাতছাড়া হবে না, জানালেন বাফুফে সভাপতি

কক্সবাজারে ফিফার অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণ করবে। তবে ফিফার তহবিল পাওয়ার শর্ত অনুযায়ী জমির মালিকানা অবশ্যই ফেডারেশনের হতে হবে। বর্তমানে বাফুফে জমিটিকে নিজেদের নামে করতে পারেনি। এর মধ্যেও ফিফার ফান্ড হাতছাড়া হবে না বলে নিশ্চিত করেছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

সোমবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাফুফে ভবন ত্যাগের পর সাংবাদিকদের বলেন, “চিফ অ্যাডভাইজারের বরাদ্দপত্র রয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি। ফিফার ফরওয়ার্ড প্রোগ্রামের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত, এক মাসের মধ্যে আমরা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারব।”

তিনি আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে জমি প্রদানে সহায়তা করেছে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী জমি ক্রয়ে মূল্য পরিশোধ করতে হয়, যা কয়েক কোটি টাকা হতে পারে। তাবিথ আউয়াল বলেন, “এখন আমরা তা দিতে পারছি না, তবে ভবিষ্যতে সমাধান হবে। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে বাকিটা আর বাধা সৃষ্টি করবে না।”

ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও অবকাঠামোর সমস্যায় ভুগছে। সৌজন্য সাক্ষাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “ঢাকা স্টেডিয়াম সম্পূর্ণভাবে ফুটবলের জন্য দেওয়া হয়েছে। অন্যান্য খেলাধুলার আয়োজনের প্রয়োজন হলে তারা অন্য ভেন্যু ব্যবহার করতে পারবে। সিলেট ও চট্টগ্রামে ডেডিকেটেডভাবে ফুটবল ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে মাঠের দায়িত্বের পাশাপাশি গ্যালারি এবং ডরমিটরির রক্ষণাবেক্ষণও ফুটবলের হবে, তবে অ্যালোকেশন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে হবে।”

জাতীয় ক্রীড়া পরিষদ কয়েক মাস আগে সাত জেলা স্টেডিয়ামের বরাদ্দ চিঠি দিয়েছে, কিন্তু বাফুফে এখনও আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করেনি। জেলার স্টেডিয়ামে শুধু ফুটবল ব্যবহার নিয়ে কিছু প্রতিবাদও এসেছে।

শেয়ার করুন