২২ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৬:১৫:১৩ অপরাহ্ন
আমরা না থাকলে, সবাই জার্মান ভাষায় কথা বলতেন: ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৬
আমরা না থাকলে, সবাই জার্মান ভাষায় কথা বলতেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপীয়রা জার্মান ভাষায় কথা বলতেন বলে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ডেনমার্ককে কটাক্ষ করে তিনি বলেছেন, মাত্র ছয় ঘণ্টার লড়াইয়ে তারা জার্মানির কাছে পরাজিত হয়েছিল।


স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর বার্ষিক সম্মেলনে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। খবর বিবিসি


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা না থাকলে, এই মুহূর্তে তোমরা সবাই জার্মান ভাষায় কথা বলতে।’


বিবিসি বলছে, ইউরোপীয়রা তার বক্তব্যকে অপমানজনক, দম্ভপূর্ণ এবং ভুল তথ্যপূর্ণ বলে মনে করেছেন।


তিনি বক্তব্যে ইউরোপ ভুল পথে এগিয়ে যাচ্ছে—এই ধারণা তুলে ধরেন। ট্রাম্প দাবি করেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর গ্রিনল্যান্ড ও আর্কটিক নিয়ে একটি ‘চুক্তির কাঠামো’ তৈরি হয়েছে।


ট্রাম্প জোর দিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিনল্যান্ড দখলে নেওয়ার পর তা ‘ফিরিয়ে দেওয়া’ যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল।


ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘ন্যাটোর ইউরোপীয় সদস্যরা যুক্তরাষ্ট্রের জন্য কিছুই করেনি।’


বিশেষ করে ডেনমার্ককে তিনি কটাক্ষ করেন। ১৯৪০ সালের কথা স্মরণ করে তিনি বলেন, ‘দেশটি মাত্র ছয় ঘণ্টার লড়াইয়ের পর জার্মানির কাছে পরাজিত হয়েছিল এবং নিজেকে বা গ্রিনল্যান্ডকে রক্ষা করতে সম্পূর্ণ অক্ষম ছিল।’


সবচেয়ে বেশি কটাক্ষের শিকার হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।


মঙ্গলবার সানগ্লাস পরে তার উপস্থিতি নিয়ে তাকে উপহাস করা হয়—যদিও তার চোখের সমস্যা ছিল—এবং মঞ্চে তার ‘কঠোর’ বক্তব্য নিয়েও ঠাট্টা করা হয়।


ট্রাম্প জানান, তিনি মাক্রোঁকে পছন্দ করেন। তারপর যোগ করেন, ‘বিশ্বাস করা কঠিন, তাই না?’


শেয়ার করুন