১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৫:৪৭:৫৪ পূর্বাহ্ন
১৫ স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৬
১৫ স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) সম্প্রতি উৎক্ষেপিত একটি পিএসএলভি-সি৬২ রকেট ত্রুটির কারণে নির্ধারিত পথে যেতে ব্যর্থ হয়েছে। রকেটে বহন করা ১৫টি উপগ্রহ—including একটি পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট—উৎক্ষেপণের পরপরই সঠিক কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায়।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা দ্বীপের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ইসরোর পোস্টে বলা হয়েছে, চার ধাপের উৎক্ষেপণযান পিএসএলভি-সি৬২ তৃতীয় ধাপের শেষের দিকে অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়। তবে রকেটটি কেন নির্ধারিত পথ থেকে ছিটকে পড়েছে, সেই বিষয়ে ইসরো স্পষ্ট করে কিছু জানায়নি এবং তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে।

ইসরোর প্রধান ভি নারায়ণন ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেন, “তৃতীয় ধাপের শেষের দিকে আমরা যানটিতে কিছুটা অস্থিরতা লক্ষ্য করেছি। এর পরপরই রকেটটির উড্ডয়নপথে বিচ্যুতি দেখা দেয়।”

পিএসএলভি রকেট দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় মহাকাশ কর্মসূচির মূল ভরসা হিসেবে পরিচিত। এর মাধ্যমে দেশটি প্রথম চন্দ্র ও মঙ্গল অভিযানের উপগ্রহ সফলভাবে কক্ষপথে প্রেরণ করেছে। ২০১৭ সালে একক মিশনে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ডও গড়েছিল পিএসএলভি।

ভারত গত এক দশকে তুলনামূলক কম খরচে মহাকাশ অভিযানের সক্ষমতা জোরদার করেছে। ২০২৩ সালের আগস্টে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মনুষ্যবিহীন যান অবতরণ করায় ভারত। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

সূত্র: এএফপি

শেয়ার করুন