০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:৫৩:২৯ পূর্বাহ্ন
রাণীনগরে মাদকসেবীর ৭ মাসের কারাদন্ড
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২৩
রাণীনগরে মাদকসেবীর ৭ মাসের কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে আমিনুর ইসলাম (২৪) নামে এক মাদকসেবীকে সাত মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।


বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই কারাদন্ড প্রদান করেন। দন্ডিত আমিনুর উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামের মুঞ্জু প্রামানিকের ছেলে।


আদালত সুত্র জানায়, আমিনুর প্রতি নিয়ত মাদক সেবন করে মাতলামি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে সঙ্গে নিয়ে আমিনুরের বাড়ীতে অভিযান পরিচালনা করেন।


এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাকে নেশাগ্রস্থ্য অবস্থায় হাতে নাতে ধরে সাত মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


দন্ডিত আমিনুরকে বিকেলেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা।

শেয়ার করুন