১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১২:৫২:৫৭ পূর্বাহ্ন
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৬
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তার পদত্যাগ দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। দাবি না মানা হলে আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগে থেকেই সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন সংগঠনটি।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। সাংবাদিকদের সঙ্গে এক জুম ব্রিফিংয়ে তিনি বলেন,
‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে ক্রিকেটারদের নিয়ে কথা বলতে পারেন না। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ চাই। যদি আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করেন, তাহলে ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেট খেলবে না।’

তিনি আরও বলেন, ক্রিকেটারদের বেতন ও পারিশ্রমিক নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য খেলোয়াড়দের সম্মান ও পেশাদারত্বের পরিপন্থী।
‘এই মন্তব্যগুলো ক্রিকেট অঙ্গনকে ভীষণভাবে ব্যথিত করেছে। আমরা প্রথম বিভাগসহ বিভিন্ন ইস্যুতে বোর্ডকে অনেক সময় দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাইনি।’

মোহাম্মদ মিঠুন জানান, বোর্ড পরিচালকের ব্যবহৃত ভাষা ও মনোভাব ক্রিকেটাররা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
‘এই কারণেই আমরা তার পদত্যাগ দাবি করছি। দাবি মানা না হলে আজ থেকেই সব ধরনের খেলা বন্ধ থাকবে।’

এর আগে বুধবার বিকেলে নাজমুল ইসলামের মন্তব্যের পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, তার বক্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে জানায়, অনুমোদিত চ্যানেল ছাড়া কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের নীতি বা অবস্থানের প্রতিফলন নয়।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের প্রতি অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন হলে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বোর্ড দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মানের কথা পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, এতে বিসিবির কোনো ক্ষতি নেই, ক্ষতি হবে ক্রিকেটারদেরই।
তিনি বলেন, ‘ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস পায়। বোর্ডের লাভ-ক্ষতি নেই।’

তিনি আরও প্রশ্ন তোলেন, আশানুরূপ পারফরম্যান্স না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কেন।
‘আমরা কি তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চাইছি? আজ পর্যন্ত কি একটি বৈশ্বিক কাপ আনতে পেরেছে?’—এমন মন্তব্য করেন তিনি।

পারফরম্যান্সভিত্তিক পারিশ্রমিক প্রসঙ্গে নাজমুল বলেন, ভবিষ্যতে এ ধরনের চিন্তা আসতে পারে, তবে সেটি বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই হবে।
‘আমি ২৫ জনের একজন মাত্র, আমার মতামত থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত বোর্ডই নেবে,’ বলেন তিনি।

এই মন্তব্যগুলোর পরই কোয়াবের পক্ষ থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসে, যা দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন