০১ মার্চ ২০২৫, শনিবার, ০২:১৮:৪৩ অপরাহ্ন
দেশের দুর্ভাগা জনগণের কল্যাণে কাজ করবে এনসিপি: আসিফ মাহমুদ
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৫
দেশের দুর্ভাগা জনগণের কল্যাণে কাজ করবে এনসিপি: আসিফ মাহমুদ

আত্মপ্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি – এনসিপি)।


নতুন এ রাজনৈতিক দলের কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে অন্তরবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দুর্ভাগা জনগণের কল্যাণে কাজ করবে।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই প্রত্যাশার কথা জানান তিনি।


ফেসবুকে উপদেষ্টা লেখেন, ন্যাশনাল সিটিজেন পার্টিকে (এনসিপি) অভিনন্দন। নতুন রাজনৈতিক দল এই অঞ্চলের দুর্ভাগা জনগণের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা থাকবে।


এর আগে, শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে নতুন এই রাজনৈতিক দল। ঘোষণা করা হয় আংশিক কমিটি।


নতুন দলের শীর্ষ পদ অর্থাৎ আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম।


শেয়ার করুন