০১ অক্টোবর ২০২৩, রবিবার, ০৭:০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
রামেক হাসপাতালে ভর্তি অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চায় চিকিৎসকরা
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৩
রামেক হাসপাতালে ভর্তি অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চায় চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। কয়েকজন অচেনা লোকজন ওই ব্যক্তিকে রামেক হাসপাতালে ভর্তি করেন। তার বয়স আনুমানিক ৭০-৭৫ বছর হবে। সংকাটাপন্ন অবস্থায় পুলিশের কিছু সদস্যরা ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে।

রামেক হাসপাতালের ডা: আবু হেনা মোস্তফা কামাল তার নিজ ফেইজবুকে লিখেছেন, এই অজ্ঞাত ব্যক্তিকে ভর্তি করার জন্য  মেডিসিন ওয়ার্ড থেকে  কর্তব্যরত চিকিৎসক আইসিইউতে নিতে অনুরোধ করলে সেখানে নেয়া হয় । এখন পর্যন্ত তার কোন পরিচয় জানতে পারেনি চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং Geriatric ICU এর জাকাত তহবিল থেকে তার সকল চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছে। একই সাথে তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করেছে রামেক হাসপাতালের চিকিৎসকরা।

ওই ব্যক্তির পরিচয় কেউ জানতে পারলে  জরুরী বিভাগে অথবা Geriatric ICU তে যোগাযোগ করার অনুরোধ জানানিয়েছেন চিকিৎসকরা।


শেয়ার করুন