২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩৯:৩৩ অপরাহ্ন
৬ মাস পর টেকনাফ-সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, ৫১৭ পর্যটক নিয়ে গেল বার আউলিয়া
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
৬ মাস পর টেকনাফ-সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, ৫১৭ পর্যটক নিয়ে গেল বার আউলিয়া

ছয় মাস বন্ধ থাকার পর আবারও শুরু হলো টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। আজ বুধবার সকাল ১০টার দিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করে বার আউলিয়া নামের একটি জাহাজ। 


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরের আবহাওয়ার ওপর জাহাজ চলাচল নির্ভর করবে। পরিস্থিতি খারাপ হলে চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এরপর বৈঠকের মাধ্যমে অন্যান্য জাহাজ চলাচল করবে কি না, সিদ্ধান্ত নেওয়া হবে।’ 


শেয়ার করুন