ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দেখা গেছে বিপরীত চিত্র। ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে গেছেন সাকিব আল হাসানরা।
ব্যাটিং-বোলিংয়ে পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ। নতুন বলে ইংল্যান্ডের উইকেট নিতে পারেননি তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। আর ব্যাটিং ইনিংসে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যান তাঁরা।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সাকিবও জানিয়েছেন, ব্যাটিং ও বোলিংয়ে শুরুতেই ম্যাচ থেকে পিছিয়ে পড়েন তাঁরা। সাকিব বলেছেন, ‘টস জেতা ভালো ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল। গতকাল রাতে হালকা বৃষ্টিও হয়েছে। কিন্তু আমরা শুরুটা ভালো করিনি (বোলিংয়ে), বিশেষ করে প্রথম ১০ ওভার। আপনি যখন তাদের একটু সুযোগ দেবেন, তখন তারা আমাদের ওপর চড়ে বসে। আমরা ভালোভাবে ফিরে এসেছি (পরে)। কিন্তু একটু দেরি হয়ে গেছে।’
শেষ ৬৬ রানে ইংল্যান্ডের ৬ উইকেট নিয়েছিল বাংলাদেশের বোলাররা। তার আগেই অবশ্য স্কোরে প্রায় ৩০০ রান জমা করে ইংলিশরা। সাকিবের মতে, বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ৪ উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা আর সম্ভব নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপনি যখন ১০ ওভারে চার উইকেট হারাবেন, তখন ৩৫০ পর্যন্ত যেতে পারবেন না। আমাদের একটা খুব ভালো পরিকল্পনা ছিল, আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। বোলিং-ব্যাটিং দুই জায়গায় ভালো করতে পারিনি।’
এক হারেই বিশ্বকাপ শেষ নয়। হার ভুলে ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যেতে চান সাকিবরা। বলেছেন, ‘(এটি) দীর্ঘ টুর্নামেন্ট। আমাদের এগিয়ে যেতে হবে, সামনে কিছু কঠিন ম্যাচ আছে। আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে, যেটা আমরা করছি।’