০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৩:৪০ অপরাহ্ন
ইংরেজি না জানায় পাকিস্তানের অধিনায়ককে নিয়ে উপহাস
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৪
ইংরেজি না জানায় পাকিস্তানের অধিনায়ককে নিয়ে উপহাস

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ইংরেজিতে বেশ কাঁচা। বৃটিশদের এই ভাষা ভালোভাবে রপ্ত করতে পারেননি বাবর। যে কারণে সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যমে বাবরকে নিয়ে উপহাস করেন নেটিজেনরা। 

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে বাবর আজমের সমালোচনাকারীদের রীতিমতো ধুইয়ে দিয়েছেন।

বাবর আজমকে নিয়ে কটাক্ষ করায় ডি ভিলিয়ার্স বলেন, ‘বাবর আজমের ইংরেজিটা আমার উর্দুর চেয়ে অনেক ভালো। সবচেয়ে বড় কথা, ওর ব্যাটিংটা খুব ভালো। সেটা এই ভাষাচর্চার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক বাবরের একটা দুর্দান্ত ইউটিউব সাক্ষাৎকারও নিয়েছেন। সেখানে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন যে তিনি কীভাবে অল্প বয়সেই ক্রিকেটযাত্রা শুরু করেছিলেন।

সেই সাক্ষাৎকারে বাবর জানিয়েছেন, তিনি ক্রিকেটটাকে রীতিমতো উপভোগ করেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে নারাজ। বাবরের কথায়, ‘আমি শুধু নিজের খেলাটা খেলছি। আমি আমার প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

নিজের ছোটবেলার সম্পর্কে বাবর জানিয়েছেন, ‘আমি যখন ক্রিকেট খেলাটা শুরু করি, তখন হাতে খুব বেশি টাকা ছিল না। আমরা ধনী ছিলাম না। টেনিস বলে ক্রিকেটটা খেলতাম। প্রতি শনিবার ম্যাচ থাকত। বাবাকে বলেছিলাম, এবার পেশাদার ক্রিকেট খেলব। বাবা রাজি হতেই আমি পেশাদার ক্রিকেট খেলা শুরু করি।’

পাকিস্তানের হয়ে টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বাবর আজম। গত দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে পাকিস্তান জিততে পারেনি। সেজন্য এবার বাবরের ওপর চাপ বেশি থাকবে।

এ ব্যাপারে বাবর আজম বলেন, ‘আমি আশাবাদী, আত্মবিশ্বাসী। কারণ, আমাদের দল বেশ ভালো। এই দলে সব ভালো মানের খেলোয়াড় আছে। ভালো ব্যাটসম্যান আছে। দলের সিনিয়র খেলোয়াড়রাও ভালো কিছু করার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন। আমরা বিশ্বকাপের জন্য একেবারে তৈরি।’

শেয়ার করুন