২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:২৭:১৬ অপরাহ্ন
খুফিয়ায় ঝলমলে বাঁধন
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
খুফিয়ায় ঝলমলে বাঁধন

সিনেমার শুরুতে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর জ্বলজ্বল করছে সাদা হরফের কয়েকটি লাইন। সেখানেই লুকিয়ে আছে ‘খুফিয়া’র সারমর্ম। গল্পের গভীরে ঢোকার আগে নির্মাতা বিশাল ভরদ্বাজ টেনেছেন কারগিল যুদ্ধের প্রসঙ্গ। ১৯৯৯ সালের জুলাইয়ে কাগজ-কলমে কারগিল যুদ্ধ শেষ হলেও লড়াইটা তীব্র হয়ে ওঠে দুই দেশের গোয়েন্দা সংস্থার অভ্যন্তরে। ‘প্রতিবেশী দেশ’-এর নির্বাচনে প্রভাব খাটাতে তৎপর দুই দেশ ও তাদের গোয়েন্দা সংস্থা। এই প্রতিবেশী দেশ যে বাংলাদেশ, সেটা বোঝা যায় মিনিটখানেকের মধ্যেই। 


গল্পের আড়ালে

লোকেশন ঢাকা। সাল ২০০৪। খুফিয়ার গল্প অনুযায়ী, বাংলাদেশে তখন জামায়াতের নেতৃত্বে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। মদদ দিচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতের জন্য বিষয়টি হুমকিস্বরূপ বিবেচনা করে ঢাকায় অপারেশন চালাতে চায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। সে খবর পায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।


শেয়ার করুন