২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০১:১১:৫৭ পূর্বাহ্ন
যুদ্ধের ১০০ দিনে ৯৮ বিলিয়ন ডলার আয় রাশিয়ার
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
যুদ্ধের ১০০ দিনে ৯৮ বিলিয়ন ডলার আয় রাশিয়ার

ইউক্রেনে রুশ অভিযানের প্রথম ১০০ দিনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে ৯৮ বিলিয়ন ডলার (৯৩ বিলিয়ন ইউরো বা ৯ হাজার ৮০০ কোটি ডলার) আয় করেছে মস্কো।

এর বেশির ভাগই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় পাঠানো হয়েছে। স্থানীয় সময় সোমবার ফিনল্যান্ডভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির।

সিআরইএ’র প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম ১০০ দিনে রাশিয়ার কাছ থেকে ইউরোপীয় ইউনিয়ন যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে, তা মস্কোর মোট রপ্তানির ৬১ শতাংশ।

এর মূল্য প্রায় পাঁচ হাজার ৭০০ কোটি ইউরো। রাশিয়ার জ্বালানির শীর্ষ আমদানিকারক দেশ চীন। এক হাজার ২৬০ কোটি ইউরো মূল্যের জ্বালানি কিনেছে দেশটি।

এর পরের অবস্থানে আছে জার্মানি। দেশটি রাশিয়ার কাছ থেকে এক হাজার ২১০ কোটি ইউরো মূল্যের জ্বালানি কিনেছে। আর ইতালি কিনেছে ৭৮০ কোটি ইউরো মূল্যের জ্বালানি।

জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে রাশিয়া যে আয় করেছে, তার বেশির ভাগই এসেছে অপরিশোধিত তেল রপ্তানি করে। এর মধ্য দিয়ে চার হাজার ৬০০ কোটি ইউরো আয় করেছে দেশটি।

শেয়ার করুন