২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:০৭:২৫ অপরাহ্ন
যেভাবে দেখবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
যেভাবে দেখবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা

৩৫ মিনিট পরেই ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


কিন্তু এখনো পর্যন্ত খেলা দেখানোর ব্যবস্থা করতে পারেনি দেশের ক্রিকেট বোর্ড। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছে। তাদের চেষ্টায় আইসিসি টিভিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখানোর ব্যবস্থা হয়েছে।



তবে আইসিসি টিভিতে খেলা দেখতে হলে টাকা খরচ করতে হবে সমর্থকদের। দুই ম্যাচের জন্য দুই ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮৭ টাকা) দিয়ে রেজিস্ট্রেশন করলে তবেই খেলা দেখা যাবে। সমস্যা হচ্ছে, সাধারণ সমর্থকদের বেশির ভাগের কাছেই তো দুই ডলার পরিশোধ করার জন্য ক্রেডিট কার্ড নেই।


সেক্ষেত্রে বিসিবি আইসিসির সাথে আলাপ করছে যাতে খেলাটি ফ্রি দেখানো যায়। টোটাল ম্যানেজমেন্ট ও বিসিবি একসাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের খেলা পাগল দর্শকদের কথা চিন্তা করে ফ্রিতে খেলা দেখাতেও পারে।

শেয়ার করুন