২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:০০:২০ অপরাহ্ন
স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর: রিট আবেদন বেঞ্চে উঠবে কাল
  • আপডেট করা হয়েছে : ০৫-১২-২০২৩
স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর: রিট আবেদন বেঞ্চে উঠবে কাল

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের বিধানকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউসুফ আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


আগামীকাল বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইউসুফ আলী।


আইনজীবী ইউসুফ আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান থাকার কারণে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এই বিধান তুলে দিলে স্বতন্ত্র প্রার্থীরা ঝামেলামুক্তভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এ কারণে জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছি।’


শেয়ার করুন