এই মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে একাধিক বড় লড়াই ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবারের ড্রতে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে। গত মৌসুমের শিরোপাজয়ী প্যারিস সেন্ট জার্মেইঁও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। তাদের সামনে থাকছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।
জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানসিটির মুখোমুখি হবে। আর অ্যানফিল্ডে খেলবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে।
আর্নে স্লটের লিভারপুল গত মৌসুমে লিগ পর্বে প্রথম হলেও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে গিয়েছিল। তারা এবার খেলবে আতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেন ও আজারবাইজানের কারাবাখের বিপক্ষে। এছাড়া তাদের যেতে হবে ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই ও তুরস্কের গালাতাসারাইয়ের মাঠে।
২০২৩ সালের চ্যাম্পিয়ন সিটি এবার ঘরের মাঠে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড, বেয়ার লেভারকুজেন, ইতালির চ্যাম্পিয়ন নাপোলি ও গালাতাসারাইকে। খেলতে হবে ভিয়ারিয়াল, মোনাকো, নরওয়ের নবাগত বোডো/গ্লিমট ও রিয়াল মাদ্রিদের মাঠে গিয়েও।
গেল বারের চ্যাম্পিয়ন লুইস এনরিকের পিএসজি এবারও কঠিন প্রতিপক্ষ পাচ্ছে। ঘরের মাঠে খেলবে বায়ার্নের বিপক্ষে। বার্সেলোনার মাঠে খেলতে যাবে। এছাড়া তাদের সামনে থাকছে টটেনহ্যাম, নিউক্যাসল, আতালান্তা, লেভারকুজেন, স্পোর্টিং লিসবন ও অ্যাথলেটিক বিলবাও।
চ্যাম্পিয়নস লিগে প্রত্যেক দল আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। মোট ৩৬টি দল এক লিগেই থাকবে, আগের মতো গ্রুপ ভাগ করা হবে না। শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দল খেলবে নকআউট প্লে-অফে। শেষ ১২ দলের আসর শেষ হয়ে যাবে সেখানেই।
প্রথম রাউন্ডের খেলা হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। শেষ রাউন্ড ২৮ জানুয়ারি। ফাইনাল হবে আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।