২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:০০:১৭ অপরাহ্ন
নওগাঁর মান্দায় দোকান ঘর পুড়ে ছাই, আহত এক
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৪
নওগাঁর মান্দায় দোকান ঘর পুড়ে ছাই, আহত এক

মান্দা প্রতিনিধি, সিরাজুল :নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে দুটি দোকান। গতকাল সোমবার দুপুরে উপজেলার ফেরিঘাট সেতুর পূর্বপাশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে  করে দুই দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় সেকেন্দার আলী (৬০) নামের এক বৃদ্ধ দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামের বাসিন্দা। অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা  হলেন, উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রসোনজিৎ  ও দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামে সাগর হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাগর হোসেনের তেলের দোকানে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভেতরে থাকা পেট্রোল ও অকটেনের কন্টেইনারে আগুন ধরে বিস্ফোরিত হয়। মুহুর্তে আগুন পাশের ভেটেরিনারি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানমালিক সাগর হোসেনের বাবা সেকেন্দার আলী দগ্ধ হন। এ প্রসঙ্গে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে  পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুই দোকানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। 

শেয়ার করুন