২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:১৯:৫৮ পূর্বাহ্ন
ভারতকে হোয়াইটওয়াশ করে এলগারকে বিদায় জানাতে চায় দ. আফ্রিকা
  • আপডেট করা হয়েছে : ০৩-০১-২০২৪
ভারতকে হোয়াইটওয়াশ করে এলগারকে বিদায় জানাতে চায় দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় কখনো টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের। সেঞ্চুরিয়নে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হারায় এবারও সেই আক্ষেপ ঘুচছে না রোহিত শর্মাদের।


আগামীকাল বুধবার কেপটাউনে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়ানোই এখন ভারতের লক্ষ্য। শেষ ম্যাচ ড্র হলেও সিরিজ জিতবে দক্ষিণ আফ্রিকা।


তবে ড্র নয়, অভিজ্ঞ ওপেনার ডিন এলগারের শেষটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় প্রোটিয়ারা। কেপটাউন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ৩৬ বছর বয়সি এলগার।


নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা চোটে পড়ায় বিদায়ি টেস্টে এলগার দক্ষিণ আফ্রিককে নেতৃত্ব দেবেন। প্রথম টেস্টে ১৮৫ রানের অসাধারণ ইনিংসে প্রোটিয়াদের দাপুটে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।


তিনদিনে জেতা সেঞ্চুরিয়ন টেস্টে বাভুমার পাশাপাশি পেসার জেরাল্ড কোয়েৎজিও চোটে পড়েন। ফলে একাদশে অন্তত দুটি পরিবর্তন আনতে হচ্ছে স্বাগতকদের। ভারতের একাদশেও দুটি পরিবর্তন।


রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলবেন চোট কাটিয়ে ফেরা আরেক স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আর পেসার প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় দেখা যেতে পারে আভেশ খান কিংবা মুকেশ কুমারকে।


শেয়ার করুন