জেফ্রি এপস্টেইনের আরো নথি প্রকাশ বাধ্যতামূলক করার জন্য বিল স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপস্টেইন ছিলেন একজন দণ্ডিত যৌন অপরাধী, যিনি ২০১৯ সালে জেলে মৃত্যুবরণ করেন।
নতুন আইনে বলা হয়েছে, বিচার বিভাগকে তাদের এপস্টেইন তদন্ত–সম্পর্কিত সব তথ্য ৩০ দিনের মধ্যে ‘সার্চযোগ্য ও ডাউনলোডযোগ্য’ ফরম্যাটে প্রকাশ করতে হবে।
ট্রাম্প আগে এ নথি প্রকাশের বিরোধিতা করলেও গত সপ্তাহে তিনি মত পরিবর্তন করেন।
এপস্টেইনের ভুক্তভোগীরা এবং রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য তীব্র চাপ দিলে তিনি বিলটিকে সমর্থন দেন। তার সমর্থনের পর মঙ্গলবার প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুটি কক্ষেই বিলটি বিপুল ভোটে পাস হয়।
বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন যে, ডেমোক্র্যাটরা তার প্রশাসনের সাফল্যগুলো থেকে দৃষ্টি সরাতে এই ইস্যুটিকে সামনে এনেছে।
তিনি লেখেন, ‘সম্ভবত ডেমোক্র্যাটদের সত্য এবং তাদের এপস্টেইনের সঙ্গে সম্পর্ক খুব শিগগিরই প্রকাশ পাবে, কারণ আমি ইতিমধ্যে এপস্টেইন ফাইল প্রকাশের বিলটিতে স্বাক্ষর করেছি।
’
প্রতিনিধি পরিষদে বিলটি ৪২৭-১ ভোটে পাস হয়। সিনেট এটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়।
এর আগে গত সপ্তাহে এপস্টেইনের এস্টেট থেকে প্রায় ২০,০০০ পৃষ্ঠার নথি প্রকাশিত হয়, যার কিছু নথিতে ট্রাম্পের নামও উল্লেখ রয়েছে। এসব নথির মধ্যে ২০১৮ সালের কিছু বার্তায় এপস্টেইন ট্রাম্প সম্পর্কে লিখেছিলেন, ‘আমিই তাকে নামিয়ে দিতে পারি’ এবং ‘আমি জানি ডোনাল্ড কতটা নোংরা।

