০৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ০১:০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
আরও দুদিন বন্ধ থাকবে ওসমানী বিমানবন্দর
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২২
আরও দুদিন বন্ধ থাকবে ওসমানী বিমানবন্দর

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা করতে আরও অন্তত দুদিন সময় লাগবে। পানি সরলেও রানওয়ে পরিষ্কার আর নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষার জন্য এ সময় লাগবে বলে জানা গেছে।  

গত শুক্রবার দুপুর পর্যন্ত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ছিল। দুপুরের পর বিমানবন্দরের রানওয়ের শোল্ডার পর্যন্ত পানিতে ঢুবে যায়। রানওয়ের একাংশের লাইটিংগুলোও পানির নিচে চলে যায়। 

এ কারণে সেদিন থেকে তিন দিনের জন্য এই বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়। এ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী  ফ্লাইটগুলো বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন।

সোমবার ওসমানরী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (সিএনএস) আবদুল গণি বলেন, বিমানবন্দর থেকে পানি নেমে গেছে। তবে ফ্লাইট চালু করতে অন্তত দুদিন সময় লাগবে। রানওয়ে পরিষ্কার করে ব্যবহার উপযোগী করতে হবে। এছাড়া রানওয়ের লাইটিং সিস্টেমের একটি অংশ পানির নিচে চলে গিয়েছিল, সেগুলো পরীক্ষা করা হচ্ছে।

শেয়ার করুন