২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৩০:৪৮ অপরাহ্ন
ডেঙ্গুতে ১৫ দিনে সাত মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৩
  • আপডেট করা হয়েছে : ১৬-০১-২০২৪
ডেঙ্গুতে ১৫ দিনে সাত মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৩

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩ জন। এ নিয়ে নতুন বছরের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে সাতজনের। 


স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গুর সংক্রমণের তথ্য পর্যালোচনা করে এ চিত্র দেখা গেছে।


সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 


এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৩ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২০ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকা শহরে ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। আর ওই বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন।


শেয়ার করুন